গবাদিপশুর কৃত্তিম প্রজনন প্রশিক্ষণ
কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ নিন স্বাবলম্বী হউন
প্রাণীসম্পদ উন্নয়নে দেশের ১ম গবেষণাভিক্তিক বেসরকারি প্রতিষ্ঠান
প্রশিক্ষণ-এর সুবিধাসমূহ
- বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ প্রশিক্ষক (বিশ্ববিদ্যালয়, প্রাণীসম্পদ অধিদপ্তর ও লাল তীর) দ্বারা তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাস।
- মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ এবং বিষয়ভিত্তিক ভিডিও প্রদর্শন
- প্রশিক্ষণের শুরু এবং শেষে যাচাই পরীক্ষা এবং ফলাফল অনুযায়ী পরবর্তী ব্যবস্থাপনা/কর্যক্রম নির্ধারন
- তত্ত্বীয় ক্লাসের পাশাপাশি প্রতিদিন হাতে কলমে প্রশিক্ষণ
- ব্যবহারিক ক্লাসে সকল প্রশিক্ষণার্থীকে পৃথক ভাবে গরু ও মহিষের কৃত্রিম প্রজননে দক্ষ করে গড়ে তোলা হয়।
- কৃত্রিম প্রজনন ব্যবসা উদ্যোগ, বিস্তার ও ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ।
- দূর্বল প্রশিক্ষণার্থীদের জন্য পৃথক ক্লাস/যত্নের ব্যবস্থা এবং নিরিবিলি পরিবেশে অভিজ্ঞ প্রশিক্ষকমলী দ্বারা প্রশিক্ষণ।
- তত্ত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণ ও তৎপরবর্তী নিকটস্থ লাল তীর কৃত্রিম প্রজনন কর্মী-র নিকট ইন্টার্নশীপ শেষে কোম্পানীর বিধি অনুযায়ী সাটিফিকেট প্রদান।
- প্রশিক্ষণ শেষে লাল তীর কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে স্বীকৃতি এবং দেশী ও বিদেশী উন্নত ষাঁড়ের গরু ও মহিষ হিমায়িত বীজ ও নাইট্রোজেন নিয়মিত সরবরাহের নিশ্চয়তা
- প্রশিক্ষণ শেষে সুলভ মূল্যে কৃত্রিম প্রজনন কাজে ব্যবহৃত গুণগতমানসম্পন্ন যাবতীয় সরঞ্জাম সরবরাহ
- প্রশিক্ষণ শেষে স্বাবলম্বী কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া যায় এবং প্রতি মাসে কমপক্ষে ৩০,০০০ টাকা আয়ের সুযোগ হয়
- প্রশিক্ষণকালীন শিক্ষা উপকরণ সম্পূর্ন ফ্রি
ভর্তির যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা
এইচ.এস.সি/সমমান ডিগ্রি অথবা বিজ্ঞান বিভাগ হতে এস.এস.সি, দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
সর্বোচ্চ ৪০ বছর তবে প্রাণিসম্পদ স্বেচ্ছাসেবীদের ক্ষেত্রে ভর্তির বয়স ও পাশের সন শিলিযোগ্য।
প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য
- প্রতি ইউনিয়নে কেবলমাত্র একজন প্রশিক্ষণের সুযোগ পাবেন।
- জাতীয় পরিচয় পত্রের কপি।
- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব/চারত্রিক সনদ।
- শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এর সত্যয়িত কপি। ভর্তির জন্য লাল তীর লাইফস্টক -এর নিকটস্থ এরিয়া অফিস থেকে ২০/-টাকা মূল্যের একটি ভর্তি ফরম পূরণ করতে হবে।
লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেড
বেসরকারি খাতে বাংলাদেশের প্রথম গবেষণাভিক্তিক DLS ও ISO 9001:2015 সনদ প্রাপ্ত গরু ও মহিষের হিমায়িত সিমেন উৎপাদনকারী প্রতিষ্ঠান
বিস্তারিত জন্য যোগাযোগ করুন
- ময়মনসিংহ: ০১৭৩০০০৪৯৪৮
- বগুড়া: ০১৭৩৯৯৯৯৪৮৩১
- যশোর: ০১৭৩০০০০৪৮৩৫
- কুমিল্লা: ০১৭৩০০০০৪৯৬৬
- ঢাকা: ০১৩১৩০৯৩৬১৬