রেড চিটাগাং

রেড চিটাগাং বাংলাদেশের নিজস্ব একটি উন্নতমানের দেশী জাতের গরু যা দুধ ও মাংস উৎপাদনে উপযুক্ত। বর্তমানে বাংলাদেশের অনেক জেলাতেই এই জাতের গরু বিস্তার লাভ করেছে।

জাত পরিচিতি

রেড চিটাগাং বাংলাদেশের নিজস্ব একটি উন্নতমানের দেশী জাতের গরু যা দুধ ও মাংস উৎপাদনে উপযুক্ত। রেড চিটাগাং গরু বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে যুগের পর যুগ প্রাকৃতিক বাছাই প্রক্রিয়া ও আন্তঃপ্রজননের মাধ্যমে উৎপত্তি লাভ করেছে। রেড চিটাগাং গরু কমবেশী চট্টগ্রাম জেলার সব অঞ্চলেই পাওয়া যায়। তবে তুলনামলক ভাবে বেশী দেখা যায় রাউজান, আনোয়ারা, পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ এবং বাশখালী উপজেলায়। কুমিল্লা, নোয়াখালী ও ফেনীর কিছু এলাকায় রেড চিটাগাং গরু স্থানান্তরিত হলেও, বর্তমানে বাংলাদেশের অনেক জেলাতেই এই জাতের গরু বিস্তার লাভ করেছে।
বৈশিষ্ট্য
উৎপাদন

লাল তীরের
রেড চিটাগাং এর বৈশিষ্ট্য

লাল তীরের রেড চিটাগাং সমূহ

ডাউনলোড ক্যাটালগ